কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকী আখন্দ দীর্ঘদিন ধরেই হাসপাতালে ছিলেন। সম্প্রতি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সঙ্গীতশিল্পী লাকী আখন্দ হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। নিজ বাসাতেই পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি।
এদিকে শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকীর চিকিৎসায় এরই মধ্যে এগিয়ে এসেছেন সরকার। এখন তার জন্য তহবিল সংগ্রহ করছে তার অগনিত ভক্ত ও শিল্পী সমাজ।
লাকীর কন্যা মাম্মিন্তি জানিয়েছেন, ‘সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন বাবা। ৯ সেপ্টেম্বর বাবাকে নিয়ে বাসায় এসেছি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো। স্বাভাবিক খাবার খাচ্ছেন, পাশাপাশি চলছে ওষুধ।’
ঈদের দিনটি (১৩ সেপ্টেম্বর) পুরান ঢাকার বাসাতেই কাটিয়েছেন লাকী আখন্দ। এদিন তার সঙ্গে দেখা করতে আসেন অনেকেই। এর মধ্যে আছেন তার চিকিৎসকও।
মাম্মিন্তি আরও জানান, ‘অসুস্থ থাকলেও ঈদুল ফিতরের সময় বাসায় ছিলেন বাবা। এই ঈদটাও বাসাতেই কাটলো। কোনো রোগী বা পরিবারই চায় না বিশেষ এই দিনটি হাসপাতালে কাটুক।’
বিডি-প্রতিদিন/তাফসীর