ছোট ও বড় দুই পর্দাতেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সরব উপস্থিতি। এবার সেরা ধনী টিভি অভিনেত্রীর তালিকায়ও জায়গা করে নিলেন তিনি। বুধবার ফোর্বস সাময়িকী বিশ্বের সেরা ধনী টিভি অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে। ৪৩ মিলিয়ন ডলার আয় করে প্রথম স্থানেই আছেন হলিউডের জনপ্রিয় তারকা সোফিয়া ভারগারা। তালিকায় প্রিয়াঙ্কার অবস্থান অষ্টম। তার আয়ের পরিমাণ ১১ মিলিয়ন ডলার।
ভারতের বড় পর্দার এ অভিনেত্রী হলিউডে এন্ট্রি নিয়েছেন ছোট পর্দার মাধ্যমে 'কোয়ান্টিকো' সিরিয়ালটি দিয়ে। এ সিরিয়ালটির জন্য হলিউডে বেশ সুনামও কুড়িয়েছেন। চুক্তিবদ্ধ হয়েছেন হলিউড ছবিতেও। খুব শিগগির তার অভিনীত 'বেওয়াচ' ছবিটি মুক্তি পাবে। এ ছবিটিতে দিয়ানে জনসনের মতো তারকাদের সহশিল্পী হিসেবে পেয়েছেন প্রিয়াঙ্কা।
সেরা পারিশ্রমিক পাওয়া টিভি অভিনেত্রীর তালিকায় সেরা ১০-এ আছেন কেলি কুকু(২য়), মাইন্ডি কলিং (৩য়), ইলেন পোম্পেও ও মারিস্কা হারগিতাই (যৌথভাবে ৪র্থ), কেরি ওয়াশিংটন (ষষ্ঠ), স্ট্যানা ক্যাটিক (৭ম), জুলিয়ানা মারগুইলিস (৯ম) ও জুলি বৌয়েন (১০ম)। সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা