ভারতের রাজধানী দিল্লির এক কলেজে পড়াশোনা করার সময় বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকেও বখাটেদের হাতে শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
পান্নু বলেন, ‘দিল্লিতে সে সময় প্রতিদিনই প্রায় ইভটিজিং হতো। বাড়ি থেকে কলেজে যাওয়ার সময় অনেকটা রাস্তা বাসে করে যেতাম। তখন প্রতিদিনই কোনো না কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতাম। বাসের মধ্যে অনেকেই খারাপভাবে স্পর্শ করত আমাকে।’
এইসব ঘটনা আটকানোর জন্য মেয়েদের চিন্তাধারা পাল্টাতে হবে জানিয়ে তাপসী পান্নু বলেন, মেয়েদের গণ্ডির মধ্যে আটকে থাকা ঠিক নয়। তাছাড়া এই ঘটনাগুলোর জন্য সব সময় মেয়েদের দোষী ভাবাটাও বন্ধ করা জরুরি।
সূত্র : এবেলা
বিডি প্রতিদিন/ ১৬ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম