তিনি প্রিয়াংকা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের থেকেও এগিয়ে। কারণ তিনি সানি লিওন। কিন্তু কিসে এগিয়ে সানি তাদের থেকে। উত্তরটা যদি হয় অভিনয়ের দিক দিয়ে তাহলে আপনি অবাক হবেন। শুনে অবাক হলেও কিন্তু এমনটাই মনে করেন ‘বেঈমান লাভ’-এর পরিচালক রাজীব চৌধুরি।
তিনি মনে করেন, ‘মেনস্ট্রিম ছবির নায়িকা হওয়ার জন্য যথেষ্ট ট্যালেন্ট রয়েছে সানির। সানির একটা ভারতীয় লুক রয়েছে। সানির ছবি জিসম ২, রাগিণী এমএমএস আমি দেখেছি। আমি বিশ্বাস করি সানি যে সুযোগ পাচ্ছে তার থেকে অনেক বেশি সুযোগ তার প্রাপ্য’’।
বলিউডের প্রথম সারির নায়িকাদের সঙ্গেও সানির তুলনা করেছেন তিনি। রাজীবের মতে, দীপিকা বা প্রিয়ঙ্কার মতোই দুর্দান্ত পারফর্ম করেছে সানি। এমনকী অভিনয়ের দিক থেকে তাদের ছাপিয়েও যেতে পারে। সানির ছবি সকলের দেখা উচিত।
বিডি-প্রতিদিন/তাফসীর