সময় খুব কাছাকাছি। বেশি দিন আর অপেক্ষা করার প্রয়োজন নেই! ভক্তরা আরো খোলামেলা পুনম পাণ্ডেকে দেখতে পাবেন। চলতি মাসের ২৪ তারিখ সেই মাহেন্দ্রক্ষণ!
জানা যায়, স্মার্টফোনেই পুনম পাণ্ডের বিস্ফোরক যৌনদৃশ্য দেখা যাবে। পুনম পাণ্ডেকে নিয়ে পরিচালক আরিয়ান সিং স্মার্টফোন-স্পেশ্যাল ছবি ‘দ্য উইকেন্ড’ তৈরি করেছেন। সেই ছবির ট্রেলার ফাঁস হওয়ার পর থেকেই পুনমকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে এই ছবি দেখেই বুঝা যায়, পুনম পাণ্ডের বাড়িটি বেশ আধুনিক। বাড়ির দেওয়ালের রং সাদা। পুনমের বেডরুমের দেওয়ালেই রয়েছে তার বিকিনি পরা কিছু ছবি।
সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/এ মজুমদার