Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ মে, ২০১৯ ২০:৪২

হানিমুনে শ্রাবন্তী-রোশন

অনলাইন ডেস্ক

হানিমুনে শ্রাবন্তী-রোশন

সদ্য বিয়ে সেরেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী। পাত্র রোশন সিং। কলকাতা নয়। অমৃতসরে গত ১৯ এপ্রিল পঞ্জাবি মতে বিয়ে করেছেন নায়িকা। ফিরেই সোজা শুটিং ফ্লোরে ব্যস্ত হয়ে পড়েন। হানিমুনের বিষয়ে প্রথমে খোলসা করতে চাননি তিনি। কিন্তু দম্পতির ইনস্টাগ্রাম পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, কোথাও বেড়াতে গিয়েছেন তারা।

কোথায় বেড়াতে গিয়েছেন শ্রাবন্তী-রোশন? না! সে ব্যাপারে মুখে কুলুপ দু’জনেরই। কখনও রোশন লিখছেন, পৃথিবীর মধ্যেই কোথাও রয়েছেন তারা। কখনও বা লুক চেঞ্জের ছবি শেয়ার করছেন শ্রাবন্তী। আর এই ছবিতে কোথাও দেখা যাচ্ছে না শ্রাবন্তীর ছেলে ঝিনুককে। ঝিনুকের সঙ্গে রোশনের সম্পর্ক খুবই ভালো। কিন্তু এই ট্রিপটা সদ্য বিবাহিত দম্পতির বলেই।

পুরো পঞ্জাবি মতে বিয়ে করেছেন শ্রাবন্তী-রোশন। কোনও বাঙালি অনুষ্ঠান হয়নি। সব ব্যবস্থা করেছিলেন রোশনের আত্মীয়-বন্ধুরা। কলকাতার বন্ধুদের জন্য ছোট করে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছিলেন শ্রাবন্তী।হানিমুন থেকে ফিরেই হয়তো সে ব্যবস্থা করবেন নায়িকা।

বিডি প্রতিদিন/১৬ মে ২০১৯/আরাফাত


আপনার মন্তব্য