ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসা না আসা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কয়েক দিন আগে নির্বাচনে ভোট দিতে আসবেন কী জানতে চাইলে তিনি বলেছিলেন, এই নির্বাচন নিয়ে তার কিছু বলার নেই। তবে তিনি ভোট দিয়েছেন। শুক্রবার নির্ধারিত সময়ের শেষ দিকে তিনি ভোট দিয়েছেন।
শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলছে। ৫টায় ভোট গ্রহণ শেষ হবে। সকাল থেকে অনেকে অপেক্ষায় ছিলেন শাকিবের জন্য। বিকেল ৪ টার কিছু পরে ভোট দিতে আসেন শাকিব খান। দলবল নিয়ে ভোট দিয়েছেন শাকিব খান।
ভোট দিয়ে বের হয়ে শাকিব খান বলেন, এফডিসি এসে যা দেখলাম মনে হলো জাতীয় নির্বাচনেও এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। এফডিসিতে প্রবেশের নামে এই ধরনের হয়রানি ও হেনস্তা আমার কাম্য নয়। অতীতে এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এফডিসিতে আজ নির্বাচনী উৎসবের পরিবর্তে গুমোট অবস্থা বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/শফিক