এবারের শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রথম মৌসুমীর জয়ের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শোনা গেলেও শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। সাধারণত নির্বাচনের পর প্রতিপক্ষ কিংবা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় পরাজিত প্রার্থীকে। কিন্তু সে পথে হাঁটলেন না মৌসুমী।
ফলাফল মেনে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমি কোনো অভিযোগ করতে চাচ্ছি না। নির্বাচনের আগে প্রতিশ্রুতি মোতাবেক জয়ী প্যানেলকে শিল্পী সমিতির স্বার্থ রক্ষা হয়, এমন সব ধরনের কাজে সমর্থন দিবেন বলেও জানান তিনি।
মিশা-জায়েদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মৌসুমী বলেন, শিল্পী সমিতি যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলোর সঙ্গে আমিও একমত থাকব। শিল্পীর জন্য কাজ করলে আমি ওদের পাশে থাকব। কিন্তু ব্যক্তিগত কাজের ক্ষেত্রে হাত বাড়াবো না। শিল্পীদের উন্নয়নে কিছু করে সেখানে অবশ্যই যাবো।
প্রসঙ্গত, শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ২২৭ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর, যেখানে মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। যদিও ফল প্রকাশের আগে সোশ্যাল মিডিয়ায় মৌসুমীর জয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/মাহবুব