বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (৮৫) শারীরিক অবস্থার সামান্য অবনতি হয়েছে। অভিনেতার স্নায়ুজনিত সমস্যা বেড়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমিউনোগ্লোবিন ও স্টেরয়েড বন্ধ করলেই সমস্যা হচ্ছে এই বর্ষীয়ান অভিনেতার। অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক ভাবেই কাজ করছে। রক্তে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক।
সম্প্রতি করোনাভাইরাস পজিটিভ হয়ে কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে এখন তিনি করোনা নেগেটিভ।
সূত্র: নিউজ এইটিন
বিডি প্রতিদিন/ফারজানা