ইউটিউবে মুক্তি পেলো নতুন গান ‘চাঁদ কপাল’। স্নেহাশিস ঘোষের কথায় গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। গানটি সুর করেছেন তিনি নিজেই ও সঙ্গীতায়োজন করেছেন তন্ময় মাহবুবুল।
গানটিতে অভিনয় করেছেন হৃদয় খান। গানটি মুক্তি প্রতিক্ষীত শর্টফিল্ম ‘বকুল মালা’র। শর্টফিল্মটি মূলত গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত নির্লোভ ভালোবাসার গল্প। এতে হৃদয় খানের বিপরীতে অভিনয় করেছেন আসফিয়া অহি।
এ প্রসঙ্গে হৃদয় খান জানান, ‘ শর্টফিল্মটিতে একজন শিক্ষক এবং তরুণীর নিরেট ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
‘বকুল মালা’ রচনা এবং পরিচালনা করেছেন পরিচালক সৈকত রেজা। প্রযোজনা করেছে সিক্রেট এন্টারটেনমেন্ট। শর্টফিল্মটি সিক্রেট এন্টারটেইনমেন্ট'র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির