এই হ্যালো। আলোচিত একটি ডায়লগ। ইতোমধ্যে সোস্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে নাট্য অভিনেতা কবির বিন সামাদ এই হ্যালো ডায়লগের মাধ্যমে। যেখানেই তিনি অসঙ্গতি দেখেন সেখানেই তার এই হ্যালো ফোনকল। তারপর হাসি বিনোদনের মাধ্যমে অসঙ্গতির জবাব দেন অত্যন্ত সুচারুভাবে।
প্রথম দিকে তিনি শুধু গানের শিল্পী হিসাবে পরিচিত পেলেও এখন একজন নাট্য অভিনেতাই শুধু নয় পরিচালকও বটে। নিজে গান লেখা থেকে শুরু করে সুর দেয়াসহ পাশাপাশি নিজেও গান গাচ্ছেন নিয়মিত। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ সাংস্কৃতি প্রেমীদের কাছে তার নাম পরিচিতি ছড়িয়ে পড়েছে সর্বত্র। কাজের সুবিধার্থে তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন ঠিকানা টিভি ডট নামের একটি ইউটিউব চ্যানেল। যেখানে কৌতুক, নাটক ও বিনোদনধর্মী ভিডিও নিয়মিত আপলোড করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে দর্শকদের ভালোবাসায় এখন তার ইউটিউব চ্যানেলটি প্রায় ছয় লক্ষাধিক সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করেছে। পাশাপাশি ফেসবুক পেইজেও রয়েছে প্রায় এক মিলিয়নের কাছাকাছি ফলোয়ার।
তার এ সকল কাজের লক্ষ্য জিজ্ঞেস করলে; তিনি জানান- সত্য এবং সুন্দরের পক্ষে কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য। অপসাংস্কৃতির সয়লাব এবং ভিনদেশীয় অনুষ্ঠানের বিকল্পে স্বদেশীয় সাংস্কৃতির চর্চা ও তার বাস্তবায়ন করাই তার জীবনের মহাব্রত।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন