দ্বিতীয়বারের মতো কাল চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে বাংলাদেশি সিনেমা। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এ সিনেমার নাম ‘রেহানা মরিয়ম নূর’।
সিনেমাটি প্রতিযোগিতার বিভাগ ‘আন সার্টেন রিগার্ত’–এ নির্বাচিত হয়েছে। এবার ৭৪তম কান আয়োজনে ১৮টি দেশের সিনেমা এই বিভাগে প্রতিযোগিতা করবে।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে ২০ বছর পরে দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র পুরস্কার ইতিহাসে নাম উঠল বাংলাদেশি সিনেমার। এর আগে ২০০২ সালে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ এই চলচিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল। ছবিটি একটি বিভাগে পুরস্কার জয় করেছিল।
আজ বৃহস্পতিবার ফ্রান্স সময় বেলা ১১টায় কান উৎসব কর্তৃপক্ষ চারটি বিভাগে প্রতিযোগিতার তালিকা প্রকাশ করে। এর মধ্যে একটি ‘আন সার্টেন রিগার্ত’।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ ছাড়া আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে অভিনয় করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ