কলকাতার আলোচিত ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। তার বিপরীতে আছেন সৌরভ দাস। সিরিজটি মুক্তির আগে ১০ এপ্রিল ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘কতটা তোমার ছিল’ শিরোনামের একটি গান। সিরিজটির নির্মাতা দেবালয় ভট্টাচার্যর লেখা গানটি গেয়েছেন ঈশান মিত্র। সুর ও সংগীত করেছেন ঈশান ও অমিত।
এসভিএফ চ্যানেল থেকে গানটি প্রকাশ করে লেখা হয়েছে, ‘সেই মন্টু, আমাদের "নীলকুঠির রাজকুমার" ফিরছে...সঙ্গে থাকছে তার কিছু পাওয়া না পাওয়ার গল্প আর বুকে জ্বলতে থাকা প্রতিশোধের স্পৃহা।’
গানটির শেষ দিকে দেখা গেছে মিথিলাকে। সিরিজটি সম্পর্কে তিনি বলেছেন, ‘এই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত যৌনকর্মীদের জীবন, যন্ত্রণা, লড়াই দেখানো হয়েছে, যা দেখানো উচিত।
মন্টু পাইলট’-এর প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়। এবার আছেন মিথিলা। খুব শিগগিরই মুক্তি পাবে এ সিরিজটি।
বিডি প্রতিদিন/ফারজানা