বৈশ্বিক প্রেক্ষাপটে কর্পোরেট কোম্পানিগুলো প্রায়ই অণুপ্রেরণীয় বিভিন্ন ভিডিও তৈরি করে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই রমজানে সিঙ্গাপুর ভিত্তিক লাইফ স্টাইল কোম্পানি বিলিভ প্রাইভেট লিমিটেড তাদের জনপ্রিয় ব্র্যান্ড লাফজ-এর সৌজন্যে বেশ কিছু সোস্যাল এক্সপেরিমেন্টাল ভিডিও তৈরি করেছে। যে ভিডিওগুলো মানুষকে সামাজিক এবং মানবিক হতে উদ্বুদ্ধ করবে। লাফজ’এর “রিয়েল পিপল..রিয়েল স্টোরি” শিরোনামের এই ভিডিও চিত্র যে কাউকেই চমকে দেবে।
ভিডিওতে দেখা যায়, এক সামর্থ্যবান যুবক একদিন রাজধানীতে বসবাসরত ভাসমান এবং নিম্নআয়ের সাধারণ মানুষের মন যাচাইয়ের পরীক্ষায় নামে। পায়ে ব্যান্ডেজ বেঁধে পকেটে টাকা নেই জানিয়ে বিনা ভাড়ায় বাসায় পৌঁছে দেয়ার অনুরোধ জানায় এক রিকশা চালকের কাছে। দামি পোশাক পরিহিত যুবকের আবেদনে কেউ কেউ চোখ কপালে তুললেও একজন ঠিকই বিনা ভাড়ায় তাকে বাড়িতে পৌঁছে দিতে রাজী হন। একজন দিন এনে দিন খাওয়া মানুষের এই অসাধারণ উদারতা এ সমাজে চমকে দেয়ার মতই ঘটনা। একজন রিকশা চালকের এমন উদারতার গল্প কিন্তু একেবারে অচেনা নয়। এই গল্প সহজেই প্রভাবিত করবে আমাদের সমাজ জীবনকে। অনুপ্রেরণা যোগাবে মানুষের প্রতি মানুষের ভালবাসা এবং দায়িত্ববোধ বাড়িয়ে দিতে। সামর্থ্য থাকার পরও সাধারণ জনজীবন নিয়ে যারা ভাবে না অথবা নিজেদের ব্যস্ততায় যারা ভাবার অবকাশ পান না, লাফজ’এর ৯৪ সেকেন্ডের ‘রিয়েল পিপল রিয়েল স্টোরি’র ভিডিও আমাদের সেই চিন্তা-ভাবনার ভিত নাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ঠ।
বিডি-প্রতিদিন/শফিক/রণক