সাবেক স্ত্রী আম্বার হার্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। অভিনেত্রী আম্বার হার্ড দ্য ওয়াশিংটন পোস্টে একটি লেখা লিখেছিলেন। তাতে তিনি দাবি করেন, জনি ডেপের নির্যাতনের শিকার হয়েছেন তিনি। পরে জনি ডেপ আম্বারের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন। ওই মামলার পর ১০০ মিলিয়ন ডলারের পাল্টা মামলা করেন আম্বার।
নিজের ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলায় জনি ডেপ দাবি করেছেন, তিনি কখনই স্ত্রী আম্বার হার্ডকে আঘাত করেননি। এমনকি কোনো নারীকে তিনি কখনও আঘাত করেননি।
ভার্জিনিয়ায় মামলাটির বিচার কার্যক্রম চলছে। জনি ডেপ আরও জানান, ‘আম্বারের উপসম্পাকীয় প্রকাশিত হওয়ার পর তার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। সত্যটা সামনে আসুক- এখন সেটাই তিনি চান।’
২০১৫ সালে বিয়ে করেন জনি ও আম্বার। দুই বছরের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। আম্বারের আইনি দলের দাবি, জনি ডেপ অ্যালকোহলে আসক্ত। তিনি তার সঙ্গীকে নির্যাতন করেছেন। তবে জনি ডেপের প্রতিনিধিদের দাবি, আম্বারের অভিযোগের ভিত্তি নেই। জনি ডেপের সুনাম নষ্ট করতেই এমন অভিযোগ তোলা হয়েছে।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা