বাজেট স্বল্পতার কারণে বন্ধ হলো ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের নতুন ছবির কাজ। খানিকটা বিপাকেই পড়েছেন এই অভিনেত্রী। অনিশ্চয়তা দেখা দিয়েছে তার ‘বহুরূপ’ নির্মাণ ও মুক্তি নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গেল মাসে শুরু হয়েছিল ‘বহুরূপ’ সিনেমার শুটিং। উত্তরবঙ্গে আউটডোর শুটিং হয়েছে। কলকাতায়ও শুটিং হয়েছে। কিন্তু সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত ‘বহুরূপ’ সিনেমার শুটিং হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে।
ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, ইউনিটের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এ কারণেই এই মুহূর্তে সিনেমার শুটিং হচ্ছে না। কবে নতুন করে শুটিং শুরু হবে সে দিন-তারিখও নিশ্চিত করে বলতে পারেননি নির্মাতারা।
যদিও পরিচালক আকাশ মালাকার বলেছেন, পারিশ্রমিক বাকি থাকায় কিছুটা সমস্যা পড়তে হয়েছিল। কিন্তু তার মানে এই নয়, যে ‘বহুরূপ’র কাজ চিরতরে থেমে গেছে; কোনোদিন আলোর মুখ দেখবে না। আশার কথা হলো, সমস্যা যা ছিল, তার সমাধান এরই মধ্যে করে ফেলেছেন প্রযোজকরা। তাই শুটিং বন্ধ নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন।
বিডি-প্রতিদিন/শআ