জুলাই বিপ্লবে নিহত শহীদ ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্ট মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। কনসার্টে রাহাত ফতেহ আলী খানসহ কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড গান পরিবেশন করবেন।
এদিকে এক ভিডিও বার্তায় কনসার্ট নিয়ে রাহাত ফতেহ আলী খান বলেন, আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই আসসালামু-আলইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সকলের জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।
শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সকলের সাথে দেখা করব।’
কনসার্টের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকাতে সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।’
বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ উল্লেখ করে সবশেষে বলেন, ‘২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই বোন বোনদের সাথে দেখা হবে ইনশা-আল্লাহ। বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ।’
বিডি প্রতিদিন/জামশেদ