বলিউড ভাইজান সালমান খান ব্যক্তিগত জীবনে একাধিক নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়ে থাকার কারণে সর্বদা চর্চায় থেকেছেন। সম্প্রতি প্রেম এবং সম্পর্ক নিয়ে তাঁর নিজস্ব মতামত প্রকাশ করেছেন এই সুপারস্টার। অভিনেতা তাঁর ভাতিজা আরহান খানের পডকাস্টে হাজির হয়ে সম্পর্ক ভাঙলে ঠিক কী কী করা উচিত, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন।
সালমান খানের মতে, সম্পর্ক ভেঙে গেলে দুঃখ ভুলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া উচিত। তিনি বলেন, প্রেমিকা যদি সম্পর্ক ভেঙে দেয়, তাকে চলে যেতে দেওয়া উচিত। তাঁর পরামর্শ, "শরীরের ক্ষতের উপর থেকে ‘ব্যান্ড-এইড’ তুলতে হলে কী করো? ধীরে ধীরে তোলো নাকি একেবারে তুলে ফেলো?" সম্পর্ক ভেঙে গেলে, কিছু সময় একা থেকে কান্নাকাটি করে সেই অধ্যায় শেষ করে দেওয়া উচিত। কান্নাকাটি হয়ে গেলে, ঘর থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা উচিত।
তবে, সবকিছু পরেও নিজের ভুল বুঝতে পারা ও স্বীকার করে নেওয়া জরুরি বলে মনে করেন সালমান। তিনি বলেন, ভুল করলে সব সময় ক্ষমা চেয়ে নেওয়া উচিত। 'ধন্যবাদ' ও 'দুঃখিত' এই কথা দুটো যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। কাউকে অশ্রদ্ধা করার কোনও দরকার নেই। তবে যেখানে সম্মান করা হবে না, সেখানে না যাওয়াই ভালো।
নিজের কাজ ও লক্ষ্যে অনড় থাকার কথা বলেছেন ভাইজান। অভিনেতার পরামর্শ, “নিজের লক্ষ্যে স্থির থেকো। নিজের কাজে যেন সব সময় মন থাকে।”
সম্পর্ক নিয়ে সালমান আরও বলেন, সম্পর্কে যাওয়া ভালো। হয়তো কারও সঙ্গে বহু সময় কাটিয়েছ। ৪০-৫০ বছর একসঙ্গে কাটিয়ে দেওয়ার পরেও কেউ পেছন থেকে ছুরি মারতে পারে। সেটা বুঝতে পারলে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে যেন ৩০ সেকেন্ডও সময় না লাগে। জীবন থেকে মুছে দাও সেই সম্পর্ক। প্রেম, বন্ধুত্ব যে সম্পর্কই হোক, বুঝে যাও ‘ফিনিশ’।
বিডি প্রতিদিন/আশিক