ভারত সফরে রয়েছেন বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপ তারকা এড শিরান। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ঘুরছেন তিনি। ঘুরছেন তার ঘনিষ্ঠ বন্ধু এবং জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে।
এর আগে একাধিকবার ভারত সফর করলেও এবার বন্ধুর সঙ্গে বিশেষ সময় কাটাতেই অরিজিৎ সিংয়ের বাড়িতে পৌঁছান এড শিরান।
সোমবার রাতে স্কুটিতে চেপে ঘুরে বেড়াতে দেখা গেল অরিজিৎ ও শিরানকে। শহর জুড়েই দাপিয়ে বেড়ালেন দুই বিখ্যাত গায়ক।
গতকাল সকালে ব্যাঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছান শিরান। কোনো বিলম্ব না করে সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রওনা দিয়েছিলেন তিনি। তার এই আকস্মিক সফরে বেশ উচ্ছ্বসিত অরিজিৎ সিং। বিশ্বখ্যাত পপ তারকাকে নিজের বাড়িতে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ