আমরা নানা সময়ে জ্ঞানীগুনি, সেলিব্রেটি বা খেলোয়াড়দের ব্যবহার্য জিনিস নিলামে উঠানোর কথা শুনে থাকি। বিশাল বিশাল মূল্য নির্ধারন করা হয় সেসব নিলামে। পোষাক থেকে শুরু করে চমকপ্রদ অনেক কিছুই সে নিলামে দেখা যায়। তবে নিলামে বই বিক্রির ঘটনা খুব একটা লক্ষ করা যায় না। এবারে ঘটলো তেমনই এক ঘটনা।
রেনেসাঁসের সময়কার প্রার্থনার একটি বই নিলামে উঠেছিল। আর সে বইটি বিক্রি হয়েছে ১ কোটি ৩৬ লক্ষ ডলারে।
এদিকে ক্রিস্টির নিলাম সংস্থা জানিয়েছে, বুধবারের নিলামে বইটি কিনেছেন এক ব্যক্তিগত সংগ্রাহক।