নির্মাণ কাজ করতে গিয়ে শ্রমিকরা হদিশ পেলেন এক বিশালাকার তাজা বোমার। আর তাতে হুলস্থূল পড়ে গেছে গোটা হংকংয়ে। পুলিশ জানিয়েছে, আন্দাজ করা হচ্ছে বোমাটির ওজন প্রায় এক টন। লম্বায় পাঁচ ফুট ও চওড়ায় দুই ফুট।
গতকাল বৃহস্পতিবার হংকংয়ের হ্যাপি ভ্যালি ডিসট্রিক্ট থেকে উদ্ধার হওয়া বোমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।
বোমাটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
বোমা বিশেষজ্ঞদের ধারণা, বোমাটি বিস্ফোরণ হলে আশপাশের বহুতলগুলো ধসে যাবে। সেই সঙ্গে প্রচুর প্রাণহানীর আশঙ্কাও রয়েছে। তাই বম্ব স্কোয়াডের নির্দেশ মেনে ইতিমধ্যেই আশপাশে হোটেল ও বহুতল থেকে দু’হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।