শীত নিবারণে কাঠ জ্বালিয়ে নয়, বিলাসবহুল ভক্সওয়াগেন গাড়িতে আগুন জ্বালিয়ে দিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে জিয়াংসু প্রদেশের নানজিং শহরের।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত মঙ্গলবার জিয়াংসু প্রদেশের নানজিং শহরে শীত নিবারণের জন্য পার্ক করা একটি বিলাসবহুল ভক্সওয়াগেন গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন চেন নামে এক যুবক। পর দিন সকালে ওই যুবককে গ্রেফতার করে তার বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী ওই যুবক দাবি করেছেন, মাতাল থাকায় ঘটনার সময় হুঁশ ছিল না তার। নিজেকে ও বন্ধুকে উষ্ণ রাখতেই পার্ক করা বিলাসবহুল একটি ভক্সওয়াগেন গাড়িতে আগুন দিয়েছেন তিনি। কিন্তু আগুন বেড়ে তাপমাত্রা অসহনীয় হয়ে পড়লে তারা ঘটনাস্থল থেকে সরে পড়েন।
চেন বলেছেন, আমি ভেবেছি, গাড়িতে আগুন জ্বাললে তা আমাকে উষ্ণ রাখবে। আগুন বেড়ে গেলে তাপমাত্রাও বাড়ে। এরপর আমি সরে পড়ি।
পুলিশ জানিয়েছে, পর্যবেক্ষণ ক্যামেরার সহায়তায় ওই সন্দেহভাজন যুবককে চিহ্নিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।