আইকনিক 'মারুতি ৮০০' মডেলের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিল মারুতি সুজুকি। সম্প্রতি এম-৮০০ উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাজারে যন্ত্রাংশের চাহিদা থাকায় আগামী আট থেকে দশ বছর কেবল যন্ত্রাংশ তৈরি করা হবে।
মারুতি'র হাত ধরে ভারতের গাড়ি শিল্পে বিল্পব ঘটেছিল। দেশের মধ্যবিত্ত শ্রেণীর গাড়ি কেনার শখ পূরণ করেছিল মারুতি-৮০০। এই গাড়ি হয়ে উঠেছিল মধ্যবিত্তদের স্ট্যাটাস সিম্বল। ২০১০ সালের এপ্রিল থেকে হায়দরাবাদ, বেঙ্গালুরু, কানপুর এবং পুনে-সহ দেশের ১৩টি শহরে মারুতি-৮০০ মডেলের বিক্রি বন্ধ করে দিয়েছে এমএসএল। এবার সারা দেশে আইকনিক এই গাড়ি বিক্রি বন্ধ করল তারা।