শঙ্করনারায়ণ মাঞ্জার আট ছেলে ও পাঁচ মেয়ে। ভারতের কর্নাটকের মাঞ্জা পরিবারের জীবিত এই ১৩ সদস্যের সম্মিলিত বয়স ৮৮০ বছর। সকলেরই বয়স ৫৬ থেকে ৭৯ বছরের মধ্যে। তাদের দাবি, তারাই বিশ্বের প্রবীণতম পরিবার, যার সব সদস্যই জীবিত। এই দাবির জোরেই ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম ওঠাতে চান তারা। ১২ ফেব্রুয়ারি গিনেসের কর্তাব্যক্তিদের সঙ্গে দেখা করেন ওই পরিবারের অষ্টম সন্তান রামকৃষ্ণ মাঞ্জা। পরদিনই পরিবারের সকলের বয়সের প্রমাণপত্র চেয়ে পাঠায় গিনেস কর্তৃপক্ষ।
শিমোগা জেলার কার্গাল কলোনির এই পরিবারের ১৩ ভাইবোনের ছবি চেয়ে পাঠিয়েছে গিনেস কর্তৃপক্ষ। সঙ্গে চেয়েছে পুরো পরিবারের একটি ছবি। কিন্তু মুস্কিল হল- সব ভাইবোন তো আর এখন একসঙ্গে থাকেন না। অনেকেই থাকেন বিদেশে। রামকৃষ্ণবাবুর বক্তব্য, ‘আমাদের সব ভাইবোন ও সদস্যের সাম্প্রতিক ছবি নেই। তাই মার্চের প্রথম সপ্তাহে শিমোগার বাড়িতে পুনর্মিলনের আয়োজন করা হয়েছে।’
হঠাৎ গিনেস রেকর্ডে নাম তোলার কথা মাথায় এল কী ভাবে- এমন প্রশ্নে মাঞ্জা পরিবারের জবাব- ‘১১ ফেব্রুয়ারি সংবাদপত্রে দেখলাম লন্ডনের একটি পরিবার বিশ্বের প্রবীণতম হিসেবে দাবি করছে। তাদের ভাইবোনদের মোট বয়স ৮৫৫ বছর। তার পরই আমাদের ভাইবোনদের বয়স হিসেব করে দেখলাম তা ৮৮০ বছর। বড়দিদি কিছুদিন আগে মারা গিয়েছেন। তিনি বেঁচে থাকলে ১৪ জন ভাইবোনদের বয়সের সমষ্টি হত ৯৫০ বছর।’