বিতর্কিত ভারতীয় ‘গুন্ডে’ সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননা করায় সেখানকার অর্ধশতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশ সাইবার আর্মি। হ্যাককরা সাইটের মধ্যে ভারতীয় দৈনিক প্রভাত, ইয়াস প্রোপার্টি মিরুত, কানপুর.কো.আইএন, জোনএইচ ছাড়াও বেশ কিছু ওয়েবসাইট ভিজিট করে দেখা গেছে সাইটগুলো বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারদের দখলে রয়েছে।
ওয়েবসাইটের হোমপেজে শোভা পাচ্ছে বাংলাদেশ সাইবার আর্মির মনোগ্রাম। আবার কোনো কোনোটিতে রয়েছে রয়েলবেঙ্গল টাইগারের ছবি। আর এর ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা হয়েছে ব্যান্ড শিল্পী জেমসের ‘তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, আছো সোহরাওয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়…’ গানটি।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ভারতে মুক্তি পায় সমালোচিত ছবি গুন্ডে। সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত ও পাকিস্তানের তৃতীয় যুদ্ধ হিসেবে বলা অনলাইনে সরব হয়ে ওঠে নেটিজেনরা।