নোবেল শান্তি পুরস্কার জন্য মনোনয়নের সংখ্যাটাই এবার রেকর্ড গড়ে ফেলল। এবছরের পুরস্কারের জন্য ২৭৮ জনের নামে জমা পড়েছে। গত বছর যা ছিল ২৫৯।
মনোনয়নের এই সংখ্যা দেখে নোবেল কর্তৃপক্ষও খানিকটা অবাক হয়েছে।
তারা বলছেন, পুরস্কারের জন্য যে আগ্রহ বাড়ছে, তা মনোনয়নের তালিকা দেখলেই বোঝা যাচ্ছে। গত ১ ফেব্রুয়ারির আগে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়াটা রেওয়াজ। এবারও তাই হয়েছে। বিশ্বের প্রায় সব দেশ থেকেই মনোনয়ন পৌঁছেছে শান্তি পুরস্কার কমিটির হাতে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭৮ জনের মধ্যে ৪৭ জনের নাম প্রস্তাব করা হয়েছে পাঁচ সদস্যের কমিটিতে। এরপরই প্রথম বৈঠকে আলোচনা হয়েছে প্রার্থী তালিকা নিয়ে।