ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন তাদের সন্তান প্রিন্স জর্জের জন্য স্প্যানিশ পরিচর্যাকারী [ন্যানি] ভাড়া করেছেন। নাম না জানা ৩৫ বছর বয়সী এ ন্যানির উঁচু পরিবারে দীর্ঘ ২০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।
চলতি সপ্তাহান্তে হাইড পার্কে প্রিন্স জর্জের পরিচর্যায় একজন ন্যানিকে দেখা যাওয়ার পরপরই এমন খবর বেরিয়েছে। ৭ মাস বয়সী জর্জকে বাড়িতে রেখেই এ দম্পতি বর্তমানে মালদ্বীপে তাদের দ্বিতীয় হানিমুন উপভোগ করছেন।
স্প্যানিশ এ ন্যানির একজন বন্ধু 'হ্যালো' ম্যাগাজিনকে বলেন, অতীতে তিনি অন্যান্য বিখ্যাত পরিবারে কাজ করেছেন। মূলত সেখান থেকেই ব্রিটিশ দম্পতি এ ন্যানি সম্পর্কে শুনেছেন এবং তাকে ভাড়া করেছেন।
ওই বন্ধু আরো বলেন, স্প্যানিশ এ ন্যানি অবিবাহিত এবং তার কোনো ছেলেবন্ধু নেই, কারণ তিনি যে পরিবারের সঙ্গে কাজ করছেন তার জীবন সে পরিবারের জন্যই উৎসর্গকৃত।