২৬ বছর বয়সের চীনের সাংহাই এর ফেং নামের যুবকটি শুধু আইফোন চুরির আশায় সাত তরুনীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। এবং সে তাদের ৭ টি আইফোন চুরি করতেও সক্ষম হয়। তার এই সম্পর্কের মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ এপ্লিকেশন 'উইচ্যাট'। এর মাধ্যমে সম্পর্ক তৈরি করে তিনি এই প্রতারণা করেছেন।
২০১২ সালে 'চাই' নামের এক ২০ বছরের তরুণীর সাথে 'উইচ্যাটে'র মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। মেয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়ার পর সে মেয়েটিকে বলে 'তোমার 'আইফোন 4s' যদি ধার দাও তাহলে আমি সম্পর্কে রাজী হবো। মেয়েটি তাকে তার আইফোনটি ধার হিসেবে দিয়ে দেয়।
ফেং এরপর 'গুও' নামের আরেক তরুণীর সাথে 'ডেট' করে। ওই তরুণীর সাথে সে একই কৌশল ব্যবহার করে তার 'আইফোন 4s' চুরি করে নেয়।
ফেং স্বীকার করেছে যে সে সাত তরুণীর কাছ থেকে সাতটি আইফোন একই কৌশল ব্যবহার করে নিয়েছে। আইফোন গুলোর মূল্য ১,৬১০ মার্কিন ডলার।