সমুদ্রে যেসব মেরুদণ্ডী প্রাণীরা বাস করে, তারা সমুদ্রের পানি খেয়েই জীবন ধারণ করে, এতদিন ধরে আমরা এটাই ভাবতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, সামুদ্রিক সাপের ক্ষেত্রে এ ধারণা মোটেও ঠিক নয়। তারা যদিও সাগরে বাস করে, কিন্তু পান করে বৃষ্টির পানি!
Proceedings of the Royal Society B তে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে বলা হয়, সামুদ্রিক সাপ বৃষ্টির বিশুদ্ধ পানির জন্য অপেক্ষা করে থাকে। অধ্যাপক হার্ভে লিলিহোয়াইট এ ব্যতিক্রমী আবিষ্কারটি করেন ও তিনি এও বলেন, বিশুদ্ধ পানির অপেক্ষায় এ সাপ মাসের পর মাস পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে! তিনি আরো বলেন, এ প্রজাতির সাপগুলো সমুদ্রের লবণাক্ত পানি পান করে না, এমনকি যখন তাদের শরীর পানিশূন্য হয়ে আসে তখনোও নয়! তারা বেঁচে থাকার জন্য সব সময়ই বিশুদ্ধ পানির খোঁজে থাকে।
হার্ভে ও তার আরো কয়েকজন সহকর্মী টানা তিন বছর ধরে yellow behind sea snake নামে সামুদ্রিক সাপের উপর গবেষণা চালান। এছাড়া তারা গবেষণাগারে থাকা ক্রান্তীয় অঞ্চলের সাপ প্রজাতিগুলোও খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন। সামুদ্রিক ও ক্রান্তীয়- দুই অঞ্চলের সাপেরাই বৃষ্টির পানির জন্য অপেক্ষা করে।