মানুষের চোখ অন্ধকারে এক রকম অচলই বলা যেতে পারে। অন্ধকারে থাকলে আমরা চোখে কিছুই দেখতে পাই না। এখন মানুষ রাতের অন্ধকারেও দেখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। কারন বিজ্ঞানীরা এক নতুন প্রযুক্তি আবিস্কার করেছেন।
বিজনেস স্ট্যান্ডার্ডের দেয়া তথ্য অনুযায়ী, আমেরিকার বিজ্ঞানীরা গ্রাফিন দিয়ে এক বিশেষ ধরণের উপাদান বানিয়েছেন, যা কন্টাক্ট লেন্সের সাথে ব্যবহার করা যাবে। এ লেন্সের মাধ্যমে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি থেকে শুরু করে দৃশ্যমান ও অতিবেগুনী রশ্মি বা আলোতেও যেকোনো কিছু দেখতে পাবেন লেন্সের ব্যবহারকারী।
ইউনিভার্সিটি অব মিশিগানের ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক ঝাহোই ঝং জানান, তারা এ লেন্সটির ডিজাইন অত্যন্ত পাতলা করে করেছেন। এ গ্রাফিন নির্মিত উদ্ভাবনাটি সাধারণ কন্টাক্ট লেন্স কিংবা সেলফোনের সাথে ব্যবহার করা যাবে।
গবেষক ঝং এর মতে তাঁর উদ্ভাবিত এ প্রযুক্তি শুধু কন্টাক্ট লেন্সের মাঝেই সীমাবদ্ধ থাকবে না, ব্যবহৃত হতে পারে আরো অনেক ক্ষেত্রেই। যেমন চিকিৎসাবিজ্ঞানে। চিকিৎসকরা এ প্রযুক্তি ব্যবহার করে একজন রোগীর দেহের রক্তপ্রবাহ পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া শিল্প ও ইতিহাস সংক্রান্ত বিভিন্ন কাজেও ব্যবহার করা যেতে পারে এ প্রযুক্তি।