গুগল সার্চে নিজের নাম কিংবা পরিচিতদের নাম অনুসন্ধান করেন না, এমন ব্রাউজারের সংখ্যা একেবারেই কম। সম্প্রতি নিজের নাম লিখে সার্চ করতে গিয়ে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যান ক্রিস্টোফার। কারণ তিনি তার নামটি দেখতে পান পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায়!
ক্রিস্টোফার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। গত বছর একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি গুগলে নিজের নাম সার্চ করে দেখতে পান তার নাম দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঞ্চলের মোস্ট ওয়ান্টেড তালিকায়। পরে তিনি আরও ভালোভাবে খোঁজ করে দেখলেন তার ছবি দিয়ে দেখানো হয়েছে তিনি পালাতক আসামী এবং পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকার একজন তালিকার দাগী আসামী। এরপর তিনি দ্রুত স্থানীয় থানায় গিয়ে নিজেকে সোপর্দ করে দেন পুলিশের কাছে। প্রাথমিকভাবে পুলিশ তাকে চিনতেই পারেনি, তবে তিনি তার পরিচয় এবং গুগলে নিজের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম আছে বলার পর পুলিশ নথিতে দেখতে পান আসলেই ক্রিস্টোফারের নাম পালাতক আসামীদের তালিকায় রয়েছে।
আসল ঘটনা হলো ২০১৩ সালে ক্রিস্টোফার একটি পার্টিতে যান এবং সেখানে বন্ধুদে সাথে আড্ডার এক পর্যায়ে কথা কাটাকাটি হলে তিনি নিজের সঙ্গে থাকা বন্দুক থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন। এতে তাকে পার্টি থেকে বের করে দেয়া হয় এবং তিনি বাড়ি চলে আসেন। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে তার নাম ক্যালিফোর্নিয়ার স্থানীয় থানায় আসামীর তালিকায় উঠে যায়। পরবর্তীতে সেই তালিকা থেকে তাকে মোস্ট ওয়ান্টেড আসামী হিসেবে দেখানো হয়।
শেষ খবর হলো, ক্রিস্টোফারের নামে আদালতে অভিযোগ গঠন হয়েছে, খুব দ্রুত তাকে বিচারের সম্মুখীন করা হবে।
সূত্র: দি টেক জার্নাল