হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে খুঁজে পাওয়া গেল ষষ্ঠ শতাব্দীর এক সমাধি। সমাধিটি বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত বলছে এটা হূন জাতির মহান নেতা রাজা এটিলার সমাধি।
বুদাপেস্টের ইতিহাসবিদ আলব্রাখট রামস্টেইন বলেন, আমরা এখানে অনেকগুলো ঘোড়ার কঙ্কাল, বিভিন্ন ধরণের অস্ত্র ও প্রাচীন নিদর্শন পেয়েছি, যার সবগুলোই হূন সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন এখানে পাওয়া গিয়েছে বিরাট এক তলোয়ার, যা নিঃসন্দেহে রাজা এটিলার মাহাত্ম ও ক্ষমতার নিদর্শন বহনকারী সেই তলোয়ার যা ইতিহাসের পাতায় 'সিথিয়ানদের পবিত্র যুদ্ধ তলোয়ার' নামে পরিচিত। দাবি করা হয়, দেবতা মার্স রাজা এটিলাকে এটা দিয়েছিলেন। নতুন এ সমাধি দেখে মনে হচ্ছে এটা রাজা এটিলারই, তবে আরো অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।
রোমান ঐতিহাসিকরা রাজা এটিলাকে নাম দিয়েছিলেন 'ঈশ্বরের চাবুক'। তিনি ৪৩৪-৪৫৩ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। এ নতুন আবিষ্কারের ফলে হূন জাতি ও এটিলা-উভয়েরই উৎপত্তি সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে বলে আশা করা যাচ্ছে।