মাত্র ২৫ দিনের শিশুর খাদ্যনালীতে পাওয়া গেছে কলমের ক্যাপ, ইরেজার ও কয়েন। ভারতে জন্ম নেওয়া এই ছোট্ট শিশুটির খাদ্যনালীতে কিভাবে এসব জিনিস গেলো তা নিয়ে এখন রহস্য তৈরি হয়েছে।
তবে অস্ত্রোপচারের মাধ্যমে এরইমধ্যে শিশুটির খাদ্যনালী থেকে এসব জিনিস বের করে এনেছেন কেরালার সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট ও প্রচণ্ড জ্বরে আক্রান্ত বাচ্চাটিকে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়। এসময় বাচ্চাটি দুধও মুখে তুলতে চাইছিল না বলে জানান তার মা। তবে প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকরা সন্দেহজনক কিছুই পাননি। কিন্তু এক্স-রে, স্ক্যান করে ধরা পড়ে খাদ্যনালীতে আটকে রয়েছে কয়েন, কলমের ঢাকনা ও ইরেজার।
ভিডিও এন্ডোস্কপি করে সেগুলো বের করে আনেন শিশু-সার্জারি বিভাগের প্রধান ডা. এম কে অজয়কুমারের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি দল। বাচ্চাটি এখন নিউমোনিয়ায় ভুগছে। তবে ধীরে ধীরে শিশুটি সুস্থ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।