সাত নয় আসলে রংধনুতে থাকে আটটি রঙ। আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার র্যানডাল মনরো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। তবে, সদ্য খুঁজে পাওয়া রঙটি মানুষের চোখে অদৃশ্য অবস্থায় থাকে। বিজ্ঞানীদের জটিল গবেষণায় এই অষ্টম রঙটির অস্তিত্ব ধরা পড়ল।
গবেষকদলের প্রধান ফ্লোরা প্যাডিওলিস জানিয়েছেন, মানুষের চোখে অদৃশ্য এমন রঙের অস্তিত্ব খুঁজে বের করার কাজ অনেকটাই কঠিন। বিজ্ঞানীদের লক্ষ্য ছিল 'ধীরগতির আলোর' বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা। এর জন্য অতিশীতল সোডিয়াম বাষ্পের সঙ্গে আলোর কণার সংঘাত ঘটানোর দরকার ছিল৷ এমন করার পর ফোটন কণার গতি নেমে আসে ঘণ্টায় ১৭ মাইল-এ। এই আলোক কণাগুলিকে কার্বন ন্যানোটিউবের মধ্য দিয়ে প্রবাহিত করতেই নতুন ওই অদৃশ্য আলোর অস্তিত্ব ধরা পড়ে বিজ্ঞানীদের কাছে। আশা, চরবৃত্তি, ও অন্য সামরিক কাজের ক্ষেত্রে নতুন পাওয়া এই আলো উপযুক্ত হবে।