অনেকেই হয়তো ভাবেন, তরুণ বয়সে ধনী হওয়া যায় না। মানুষ ধনী হয় সারাজীবনের পরিশ্রমের পর। এই ধারণা পাল্টে যাবে কিছু তরুণ বিশ্বসেরা ধনীদের পরিচয় জানতে পারলে। যারা নিজের সফলতাকে অর্জন করতে পেরেছেন যুবক বয়সেই!
ল্যারি পেইজ
গুগল সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ বিশ্বের শীর্ষ সেরা ধনীদের মধ্যে নিজের নামটি লিখিয়েছেন খুব ভালো করেই। ৩৯ বছর বয়সী ল্যারি পেইজ গুগল সার্চ ইঞ্জিনের কল্যাণে বর্তমানে তিনি ২৩ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক।
অ্যালেজান্ড্রো স্যান্টো ডমিনগো ডাভিলা
৩৬ বছর বয়সী ডাভিলা ১১.৭ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টের ম্যানেজিং ডিরেক্টর তিনি। এছাড়াও তিনি নিউ ইয়র্কের একটি ইনভেস্টমেন্ট অ্যাডভাইসরি ফার্মের মালিক।
হুইয়ান ইয়াং
শুধুমাত্র চীন নয়, বরং বিশ্বের সেরা ধনীর তালিকায় নাম লিখিয়েছেন ৩১ বছর বয়সী এই নারী। তার সহায় সম্পত্তির বর্তমান মূল্য ৫.৭ বিলিয়ন ডলার। বর্তমানে কান্ট্রি গার্ডেন হোল্ডিংস নামের রিয়েল এস্টেট কোম্পানির মালিক ইয়াং।
স্কট ডানকান
৩০ বছর বয়সী স্কট ডানকান বিশ্বের সেরা ধনীর তালিকায় নাম লিখিয়েছেন এই অল্প বয়সেই। তার বাবা ড্যান ডানকান ছিলেন এনার্জি পাইপলাইন এবং এন্টারপ্রাইজ প্রোডাক্টস এর পার্টনার। এই কোম্পানি বর্তমানে ৫০,০০০ মাইল প্রাকৃতিক গ্যাস, তেলের পাইপলাইনের মালিক। এবং স্কট ৫.৫ বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক।
ডাস্টিন মস্কোভিটজ
২৯ বছর বয়সী ডাস্টিন ফেইসবুকের কো-ফাউন্ডার। ২০০৮ সালে ফেইসবুক থেকে বিদায় নিয়ে আসানা নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইনের কাজে হাত দেন। ৩.৮ বিলিয়ন ডলারের মালিক ডাস্টিন খুবই সাধারণ জীবনযাপন করেন।
মার্ক জাকারবার্গ
ফেইসবুকের প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ নাম লিখিয়েছেন শীর্ষ সেরা ধনীদের খাতায়। মাত্র ২৮ বছর বয়সী মার্ক জাকারবার্গ বর্তমানে ৩.৮ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক।
ইভোন্নে বাউয়ের
মাত্র ৩৭ বছর বয়সী জার্মান মিডিয়া কোম্পানি ‘বাউয়ের মিডিয়া গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা এই নারী বিশ্বের সেরা ধনী নারী হিসেবে পরিচিত। তার সম্পত্তির মূল্য ২.৪ বিলিয়ন ডলার।
শেন পার্কার
শেন পার্কার মাত্র ২১ বছর বয়সে সোশ্যাল মিডিয়া সার্ভিসের প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। বর্তমানে ৩৪ বছর বয়সে তিনি ২.১ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তির মালিক।
আয়মান হারিরি
আয়মান হারিরি একজন ধনী ব্যক্তি হিসেবেই জন্মগ্রহন করেন। লেবাননের প্রধানমন্ত্রীর ছেলে আয়মান ১.৩৫ বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক জন্মসূত্রেই। কিন্তু ৩৪ বছর বয়সী আয়মান বর্তমানে সৌদি অজার, মিডল ইস্টের সবচাইতে বড় কন্সট্রাকশন কোম্পানির শেয়ার হোল্ডার।
অ্যালবার্ট মারিয়া লামোরাল মিগুয়েল জোহানেস গ্যাব্রিয়েল প্রিঞ্জ ভন থুরুন্ড টাক্সিস
মাত্র ৮ বছর বয়সে অ্যালবার্ট পৈত্রিক সুত্রে বিশাল সম্পত্তির মালিক হন। বর্তমানে ২৯ বছর বয়সে ১.৫ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক তিনি।