ভারতীয় এক ব্যবসায়ীর পেট থেকে ৪০০ গ্রাম ওজনের ১২টি গোল্ড বার অপসারণ করা হয়েছে। বমি বমি ভাব ও প্রাকৃতিক কাজে সমস্যা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন ওই ব্যবসায়ী। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বোতলের ঢাকনা [ক্যাপ] খেয়ে ফেলেন ফলে ডাক্তারদের জানান তিনি। এ কারণে তিনি উক্ত সমস্যায় ভুগে থাকতে পারেন বলে ব্যবসায়ীর অভিমত।
রোগীর কথামতো ঢাকনা অপসারণ করার লক্ষ্যে অপারেশনের আয়োজন করা হয়। অপারেশন করতে গিয়ে ডাক্তাররা চমকে উঠেন। ব্যবসায়ীর ওই ব্যক্তির পেটে তারা ঢাকনার বদলে গোল্ড বার দেখতে পান। ১২টি গোল্ড বার তারা রোগীর পেট থেকে বের করে আনেন।
দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের সিনিয়র শল্যবিদ সিএস রামাচন্দ্র বলেন, আমার জীবনে আমি এ ধরনের ঘটনা দেখিনি।
তিনি আরো বলেন, তিন ঘণ্টার এ অপারেশন ছিল বেশ ক্লান্তিকর। বয়স্ক রোগী হওয়ায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়েছে। তার পেটে ১২টি গোল্ড বার সুশৃঙ্খলভাবে স্তূপাকারে ছিল।
গত ৯ এপ্রিল এ অপারেশন চালানো হয়। ওই ব্যক্তি দিল্লিতে ব্যবসা করেন।
পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষ ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে গোল্ড বারগুলো বাজেয়াপ্ত করেছে বলে সংশ্লিষ্ট ডাক্তাররা বিবিসিকে জানিয়েছেন।
উল্লেখ্য, ধাতববস্তু আমদানির উপর শুল্ক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভারতে সাম্প্রতিককালে চোরাই ব্যবসা লক্ষণীয়ভাবে বেড়েছে।