চুয়াডাঙ্গার জীবননগরে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী গঞ্জের মেলা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় গঞ্জের বৈঠকখানা থেকে ঘুড়ি উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জীবননগরের প্রবীন শিক্ষক মুন্সি আব্দুস সাত্তার ও মীর মাহাতাব আলী।
মেলার উদ্যোক্তা আহ্বায়ক শামীম ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধনের পর অনুষ্ঠানে অতিথিদের মুড়ি-মুড়কি, খৈ ও গুড়ের তৈরি গজা দিয়ে আপ্যায়িত করা হয়।