কথায় বলে 'নানা মুনির নানা মত'। মতের রকমফেরের মতো মানুষের শখেরও রয়েছে বিচিত্রতা ও ভিন্নতা। তবে চীনের এক নারী তার শখের ক্ষেত্রে যেন অন্যদের চেয়ে অনেকটাই আলাদা। মানুষ যেখানে পোশাক আশাকের ক্ষেত্রে নতুনত্ব ও আধুনিকতা খোঁজেন সেখানে এই নারী একটু ভিন্ন পথেই হাঁটছেন। তিনি গৃহস্থালীর কাজে ব্যবহৃত একেবারে সাদামাটা জিনিসকেই ফ্যাশন হিসেবে বেছে নিয়েছেন। আর এসব জিনিস পরে ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিয়ে তিনি বেশ খ্যাতিও পেয়েছেন।
চীনা এ নারীর নাম ওয়াং শু-ইং। তিনি চীনের পশ্চিমাঞ্চলীয় শাংডং প্রদেশের তায়ান শহরের বাসিন্দা। ওয়াং চীনা সামাজিক যোগাযোগের মাধ্যম 'ওয়েইবো'তে গৃহস্থালীর সাধারণ জিনিস পরে তোলা ছবিগুলো আপলোড করেন। এতে মাত্র ৪২ দিনের মধ্যেই তার ছবিগুলো ৭৫ হাজারের বেশি সমর্থক [ফলোয়ার] টানতে সক্ষম হয়। 'ওয়াং শু-ইং ইজ অ্যা ফেয়ারি' নামে তার ওয়েইবো ইউজারনেইমে তিনি নিজেকে 'ফেয়ারি' [কাল্পনিক মানব] মনে করেন বলে লিখেছেন।
চীনা এ নারী গৃহস্থালীর নিত্যব্যবহার্য সামগ্রী প্রধানত টুপি হিসেবেই ব্যবহার করে থাকেন। টুপি হিসেবে তিনি ঘরের ডিম, কাঁচামরিচ, হাড়ি, কম্পিউটারের কিবোর্ডসহ অন্যান্য সামগ্রী ব্যবহার করেন। এসব জিনিসের টুপি তিনি বেশ ভারসাম্যের সঙ্গেই মাথায় দিয়ে থাকতে পারেন।
ওয়াং গৃহস্থালীর সামগ্রী শুধু টুপি হিসেবে ব্যবহার করেই ক্ষান্ত হননি। গায়ে জড়ানোর জন্যও তিনি ঘরের টাওয়েল, প্লাসিক ব্যাগ, শাওয়ারের পর্দা থেকে শুরু করে নানান সামগ্রী ব্যবহার করেন।
তবে ওয়েইবোতে পোস্ট করা ছবিগুলো নিয়ে ওয়াং তেমন কিছু বলেননি। ছবিগুলোর নিচে শুধু 'মাই ডিজাইন' নামে ক্যাপশন দেওয়া আছে।