আফ্রিকার ইথিওপিয়ায় সুরি নামক দরিদ্র জনগোষ্ঠীর মেয়েদের সুন্দরী হওয়া আর পণ পাওয়ার জন্য নিজের দাঁত ভেঙে তাতে ডিস্ক যুক্ত করা হয়ে থাকে।
বয়ঃসন্ধিকালে অনুষ্ঠানের মাধ্যমে খুব জোরে মেয়েদের বেশির ভাগ দাঁত ভেঙে দেয়া হয়। এতে রক্তে রক্তাক্ত হয়ে যায়। এ অবস্থাতেই ক্রিকেট ব্যাটের মত একটা জিনিস সেখান থেকে বের করা হয়। একে বলা হয় লিপ প্লেট।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মোটা অঙ্কের পণ পাওয়া আর সুন্দরী হতে প্রচণ্ড ব্যথা লাগলেও এই কঠিন কাজটি করতে হয় মেয়েদের।
লিপ প্লেটের ওপর নির্ভর করে বিয়েতে বাবা-মার পণ পাওয়া। পণ হিসেবে মেলে গরু। আর সেই লোভেই মেয়ের অসহ্য যন্ত্রণা হলেও বাবা-মা তাতেও খুশি।
তবে এ উপজাতির ছেলেদের এতেটা কষ্ট হয় না। শরীরে ছুঁচের মাধ্যমে রঙ মাখলেই বিবাহযোগ্য হয়ে যায় ছেলেরা।