ভারতে এমন অসংখ্য লোক আছে যে অর্থের অভাবে দুবেলা খাবার খেতে পারে না। আবার এক বেলা খেয়ে বেঁচে আছে এমন লোকের সংখ্যাও কম নয়। আর সেই দেশের না কি একজন লোক দিনে আয় করেন ১১ কোটি রুপি।
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। তার প্রতিদিনের আয় ১১ কোটি রুপি। গত ২০১৩-২০১৪ অর্থ বছরেরের হিসাব অনুযায়ী তার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) সম্পদের পরিমাণ ৪,০১,৩০২ কোটি রুপি। এর আগের অর্থ বছরে ছিল ৩,৭১,১১৯ কোটি রুপি।
আম্বানির কোম্পানি গত দুই বছরে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করে। গত বছরে এই সময়ে তার কোম্পানির আয় ছিল ৫ হাজার ৫৮৯ কোটি টাকা। এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্য়ন্ত আরআইএল মুনাফা করেছে ৫ হাজার ৬শ ৩১ কোটি টাকা।
গত অর্থ বছরে ভারতের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি। ২১ হাজার ৯৮৪ কোটি টাকা লাভ হয়েছে ২০১৩-১৪ অর্থ বছরে। যা ২০১২-১৩ অর্থ বছরের তুলনায় ৪.৭ শতাংশ বেশি। ২০১২-১৩ সালে আরআইএল ২১,০০৩ কোটি রুপি লাভ করেছে।