ডিজিটাল হয়ে গেছে পরীক্ষার প্রস্তুতিও। এখন থেকে সফটওয়ারে হবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি। দেশে প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে “বিসিএস ফ্ল্যাশলাইট” নামে পরীক্ষা প্রস্তুতি সহায়ক পূর্ণাঙ্গ একটি সফটওয়্যার। সফটওয়্যারটি ব্যবহার করে শিক্ষার্থী তার প্রয়োজনীয় পড়াশুনা ও মডেল টেস্ট এবং টেস্ট পরবর্তিকালীন তার ফলাফল ও মান সম্পর্কে সম্মক ধারণা ও বিশ্লেষণ করতে পারবে।
এই বিশেষ সফটওয়্যারটির প্রধাণ কার্যকারিতার মধ্যে রয়েছে, ১০ হাজারের বেশি সংখ্যক পরীক্ষা দেয়ার সুযোগ, আত্মমূল্যায়নের সুযোগ, বিষয়ভিত্তিক পড়ার সুযোগ, সংক্ষিপ্ত কৌশল, স্ট্যাডি প্ল্যান এবং ভিডিও টিউটোরিয়াল। রয়েছে প্রশ্ন ব্যাংকে ৭৫০০ এর অধিক MCQ ও ৬৫০ এর অধিক বিষয়ভিত্তিক নির্বাচিত আর্টিক্যাল।
মুনরেকার ইনফটেক লিমিটেড এর পক্ষ থেকে এই সফটওয়্যার নির্মাতা দলের নির্বাহী কর্মকর্তা জানান, "আমরা পরিসংখ্যান চালিয়ে দেখেছি যে, বেশির ভাগ শিক্ষার্থী ব্যর্থ হয় শুধুমাত্র কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে তা না জানার কারণে। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থী যেন সঠিকভাবে এবং নির্ভুলভাবে বিষয়ভিত্তিক চর্চার মাধ্যমে তার পরীক্ষা প্রস্তুতি ত্বরান্বিত করতে পারে ও সফল হতে পারে। সফটওয়্যারটিতে সম্পূর্ন কোচিং প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করা হয়েছে।
তিনি জানান, এটিতে রয়েছে মোট চার ধরণের পরীক্ষা ব্যবস্থা। যথা: সময় ভিত্তিক পরীক্ষা, বিষয় ভিত্তিক পরীক্ষা, পূর্নাঙ্গ পরীক্ষা এবং বিগত ১০ থেকে ৩৪ তম বিসিএস পরিক্ষার প্রশ্নপত্রের ভিত্তিতে পরীক্ষা। সময়ভিত্তিক পরীক্ষায়ও রয়েছে ৫মিনিট, ১০মিনিট, ১৫মিনিট, ২০মিনিট, ২৫মিনিট ও ৩০মিনিট করে মোট ছয়টি বিভাগ। বিষয় ভিত্তিক পরীক্ষায় রয়েছে ছয়টি বিষয়ভিত্তিক (বাংলা, ইংরেজী, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী) পরীক্ষা দেয়ারও ব্যাবস্থ্যা। যে কেউ খুব সহজেই নির্ধারিত ছয়টি বিষয়ের যে কোন বিষয়ে ১০ থেকে ১০০ টি প্রশ্নের পরীক্ষায় অংশ নিতে পারেন ইচ্ছা অনুযায়ী। এর পাশাপাশি রয়েছে ছয়টি বিষয়ের আনুপাতিক প্রশ্নের সমন্বয়ে সম্পূর্ণ ১০০ নাম্বারের পূর্নাঙ্গ মডেল টেস্ট এবং বিগত বছরে অনুষ্ঠিত হওয়া সকল বিসিএস পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট।
সফটওয়্যারটি ঘরে বসে রকমারি ডট কম থেকে অথবা সকল সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এবং সকল স্বনামধন্য বইয়ের দোকান থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন সফটওয়্যারটি নির্মাতা দলের সদস্য শাহীন ভুঁইয়া।