জুয়া খেলায় বাঁধা দেওয়ায় ছেলের লাথির আঘাতে বাবা ফজলুল হক হাওলাদাদের (৬৬) মৃত্যু হয়েছে।
আজ দুপুরে মাদারীপুরের উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত সাহেবরামপুর গ্রামের ফজলুল হাওলাদারের ছেলে আবুল হাওলাদার জুয়া খেলাসহ নানা অসামাজিক কর্মকাণ্ড করে আসছিলেন। পরিবার থেকে বার বার নিষেধ করা হলেও কোনো প্রতিকার হয়নি। দিন দিন ক্রমেই ছেলের অবৈধ কার্যক্রম বাড়তে থাকে।
আজ দুপুরে স্থানীয় যুবকদের সঙ্গে আবুল খোলা মাঠে জুয়া খেলতে থাকে। এ সময় বাবা ফজলুল হাওলাদার তাকে বাঁধা দিলে আবুল বাবার ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে বাবার তলপেটে লাথি দিলে ফজলুল হাওলাদার অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে ছেলে আবুল হাওলাদার পলাতক রয়েছেন। কালকিনি থানা পুলিশ লাশ উদ্ধার করে বিকেলে মাদারীপুর মর্গে পাঠিয়েছে।