আপনি কি গাড়ি চালাতে ভালোবাসেন? নিত্য-নতুন অ্যাডভেঞ্চারে মেতে উঠতে চান? পাহাড়-খাদ-জঙ্গল-মরুভূমি পেরিয়ে যাওয়ার রোমাঞ্চ কি আপনাকে ছুঁয়ে যায়? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে আমেরিকার উটাহ রাজ্যের মোয়্যাব অঞ্চল। বলতে পারেন এটি বিশ্বের ভয়ংকরতম রাস্তাও।
দিগন্ত বিস্তৃত বেলেপাথরের পাহাড় ঘেরা প্রকৃতি দেখতে দেশ-বিদেশের পর্যটক ছুটে আসেন এখানে। আর জড়ো হন দুঃসাহসী গাড়িচালকরা। মোয়্যাবের লায়নস ব্যাক গিরিপথ ধরে খাড়া উঠে যাওয়া অথবা উত্রাই রাস্তায় বিভিন্ন আকৃতির ফাটল পেরিয়ে মাথা ঠাণ্ডে রেখে পাহাড় থেকে নেমে আসতে গেলে অসামান্য দক্ষতা প্রয়োজন। যে কোন মুহূর্তে পলকের ভুলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। প্রাণ হাতে করে তবু এই বিপদসঙ্কুল পথে গাড়ি চালাতে বছরভর হাজির হন অ্যাডভেঞ্চারপ্রিয় চালকরা।
আমেরিকার অন্যতম ভয়ংকর এই পাহাড়ি পথে ফোর হুইল ড্রাইভ ছাড়া যাওয়া অসম্ভব। একইসঙ্গে গাড়িটিকে হতে হবে শক্তিশালী। এই ঝুঁকি নিতে শুধু পুরুষ নন, বিশ্বের বহু নারীও কঠিন এই পথের চ্যালেঞ্জ গ্রহণ করেন। তবে মোয়্যাবে এই মোটর-অভিযানের মেয়াদ আর বেশি দিন নয়। কারণ এখানকার বেশ কয়েকশো হেক্টর জমি কিনেছে এক ডেভেলপার সংস্থা। পাহাড়তলিতে তারা গড়ে তুলতে চাই বিশাল টাউনশিপ। এরফলে চিরতরে বন্ধ হয়ে যেতে বসেছে অ্যাডভেঞ্চারের দুর্গম পথ। তবে প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চাররা বসে নেই। টাউনশিপ বন্ধে তারাও রয়েছে আন্দোলনের মাঠে।
মোয়্যাবের ভয়াল অ্যাডভেঞ্চারের ভিডিয়ো দেখতে ক্লিক করুন এই লিঙ্ক: https://www.youtube.com/watch?v=CzPSp9T7ObE
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৫/মাহবুব