নাইজেরিয়ার আনামব্রাতে মানুষের মাংস বিক্রির অভিযোগে বন্ধ হয়ে গেছে একটি হোটেল। ওই হোটেলের গ্রাহকরা অভিযোগ করেন তাদেরকে মানুষের মাংস পরিবেশন করা হয়েছে। এরই প্রেক্ষিতে তদন্তে নামে পুলিস।
বিবিসি জানায়, পুলিশি তদন্তে বেরিয়ে আসে এক ভয়াবহ তথ্য। অভিযুক্ক হোটেল থেকে উদ্ধার হয় তাজা রক্তাক্ত মানুষের মাথা। তখনও গলগল করে রক্ত বেরোচ্ছে। কিছু ধারলো অস্ত্র ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, "যখনই বাজারে যাই, দেখি হোটেলে সন্দেহজনক কারবার চলছে। ওই হোটেলের কর্মচারীদের কখনই পরিষ্কার জামায় দেখা যেত না। তাদের চোখেমুখে কিসের যেন একটা ভয়!"
এক সন্ন্যাসী ওই হোটেলে খেতে গেলে তার বিল হয় ৭০০ নায়ার অর্থাৎ ২.২০ ইউরো। যেটা অন্যান্য হোটেলের থেকে অনেক বেশি। তিনি জানান, আমাকে ছোটো ছোটো মাংসের টুকরো দেওয়া হয়, যার এতো মূল্য ভাবতেও পারিনি। আমি ভাবতেই পারিনি আমাকে মানুষের মাংস দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৫/ রশিদা