এক কুকুর নিয়ে হুলস্থুল কাণ্ড বেধে গেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। জানা গেছে, ভালোবেসে রাস্তার একটি কুকুরকে ফ্ল্যাটে নিয়ে এসেছিলেন জলপাইগুড়ির কোতয়ালির বাসিন্দা দূর্বা ঘোষ। কিন্তু দূর্বা দেবীর ফ্ল্যাটে নতুন অথিতির আগমনে অতিষ্ট হয়ে ওঠেন ফ্ল্যাটের অন্য বাসিন্দারা। রাস্তার কুকুরকে ওই ফ্ল্যাটে রাখার ব্যাপারে আপত্তি জানান তারা। সম্ভবত ফ্লাটের অন্য বাসিন্দারা সুযোগ বুঝে কুকুরটিকে কিছুটা উত্তম-মাধ্যমও দিয়েছিল। এতেই চটে যান দূর্বা দেবী। কুকুরের সঙ্গে এই অবিচার সহ্য করতে না পেরে প্রতিবেশীদের বিরুদ্ধে জলপাগুইড়ির কোতয়ালি থানায় অভিযোগ করে বসেন তিনি।
তার অভিযোগ, কুকুরটিকে মারধর করতেন ফ্ল্যাটের বাসিন্দারা।
জানা গেছে, কুকুরের উপর অত্যাচার করার ঘটনা থানা থেকে জেলা পশু ক্লেশ নিবারণ কমিটি পর্যন্ত গড়িয়েছে। ফ্ল্যাটের অন্য বাসিন্দদের মতো কাল্টুর (কুকুরটির নাম) উপর অত্যাচারের অভিযোগ উঠেছে ফ্ল্যাটের সম্পাদক দেবাশিস লালার বিরুদ্ধেও। দেবাশীষ বলেন, 'কুকুরটিকে রাস্তা থেকে ধরে আনার পর সকলেই খেতে দিতেন। কিন্তু, কুকুরটি বড় হওয়ার পর ফ্ল্যাটের বাসিন্দা, এটিএমে আসা মানুষ, ফ্ল্যাটের নীচে দোকানে আসা ক্রেতাদের উপর ঝাঁপিয়ে পড়ত।'
জেলা পশু ক্লেশ নিবারণ কমিটির কোষাধ্যক্ষ গৌতম ঘোষ জানান, 'দুপক্ষের অভিযোগ পেয়েছি। কুকুরটিকে যদি দূর্বা ঘোষ নিজের ঘরে নিয়ে না যান তাহলে কমিটি নিজের হেফাজতে নেবে।'
কোতয়ালি থানার ওসি আশিস রায় জানিয়েছেন, 'পুলিশ ঘটনার তদন্ত করছে।'
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৫/ এস আহমেদ