ব্রিটেনে অনুষ্ঠিত বিশ্ব পাই নিক্ষেপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাপান। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ১৭টি ব্রিটিশ দল আর একমাত্র ভিনদেশী দল হিসেবে ছিল জাপান। আর তাই চূড়ান্ত পর্বে জাপানি দল ইটি-কিউ যখন বিজয়ীর মুকুট জিতে নিলো অবাক হলেন অনেকেই। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের (জুন) ৬ তারিখ।
১৯৬৭ সালের ২৪ জুন একটি হলঘর বানানোর টাকা জমানোর উদ্দেশ্যে ইংল্যান্ডের কাউন্সিলর মাইক ফিৎজগেরাল্ড মজার এই প্রতিযোগিতার সূচনা করেন। যুক্তরাজ্যের কেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির নাম দেওয়া হয় 'ওয়ার্ল্ড কাস্টার্ড পাই চ্যাম্পিয়নশিপ'। অবশ্য এর আইডিয়াটা চার্লি চ্যাপলিনের 'বিহাইন্ড দ্য স্ক্রিন' থেকে নেওয়া।
প্রতিযোগিতার নিয়ম হল, প্রতিটি দলে সদস্য থাকে ৪ জন। অন্য দলের মুখোমুখি হয়ে তারা একদল আরেক দলের দিকে একের পর এক কাস্টার্ড পাই ছুঁড়ে মারে। দু'দলের মাঝে ৩ মিটার দূরত্বে থেকে সরাসরি মাথায় পাই লাগাতে পারলে পুরো ৬ পয়েন্ট। বুকে লাগাতে পারলে ৫ আর হাতে লাগাতে পারলে ৩ পয়েন্ট।
এ প্রতিযোগিতায় যে পাইগুলো ছুড়ে মারা হয় সেগুলো ঠিক কাস্টার্ড নয়। এর রেসিপিটা গোপনই রাখা হয়। মজার ব্যাপার হলো এতে অংশগ্রহণকারীরা সবাই নানা রঙের পোশাক পরিধান করে থাকে। কেউ সাজে প্রিয় সুপারহিরোর মত, কেউবা সাজে সামরিক বাহিনীর সেনা।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন, ২০১৫/ রশিদা