এক পাউন্ড ওজন আর ছয় ইঞ্চি উচ্চতা নিয়ে জন্ম নিলো একটি হরিণ শিশু। নিউইয়র্কের কুইন্স চিড়িয়াখানায় জন্ম নেয়া হরিণটি দেখতে চিত্রল হরিণের মতো। উজ্জ্বল কমলার উপর সাদা ছোপ ছোপ দাগ। বিশ্বের ক্ষুদতম হরিণের প্রজাতি এটি। নাম রাখা হয়েছে পুডু।
ওয়াইল্ড লাইফ কনজার্ভেশন সোসাইটি জানিয়েছে, বড় হতে হতে পুডুর শরীরের সাদা ছোপ দাগ উধাও হয়ে যাবে। সংস্থাটি আরও জানিয়েছে, পূর্ণ বয়স্ক পুডু সর্বোচ্চ ১২-১৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে।
এদিকে, জন্মের পর থেকে পুডুর খাতির-যত্নের কমতি হচ্ছে না। সকলের মধ্যেই ছোট্ট এই হরিণ শাবককে সীমাহীন উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১০ জুন, ২০১৫/ রশিদা