১৯৩৮ সালের কথা। শিলা টাইলজ নামের এক তরুণীর স্বপ্ন পূরণের পথ আটকে দেয় হিটলারের নাৎসি বাহিনী। তার অপরাধ তিনি ইহুদি। কিন্তু পুরোপুরি হতাশ হননি শিলা। অপেক্ষা করেছেন। সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে গেছেন অবিরত। তারপর একদিন তার স্বপ্ন পূরণ হলো শিলার, যখন তার বয়স ১০২ বছর। বিজয়ীর হাসি হাসলেন তিনি। শিলা টাইলজ পিএইচডি ডিগ্রি লাভ করলেন।
মঙ্গলবার এই খুশির খবরে চারদিক আলোচনায় সরব হয়ে পড়লো। ৪০০ বছরের জার্মিনি শিক্ষা ব্যবস্থার ইতিহাসে শিলা টাইলজ নাকি প্রথম নারী যিনি এই অনন্য নজির গড়েছেন। নিউরো স্পেশালিস্ট শিলা আবেগাপ্লুত গলায় জানালেন, আমি লড়াই ছাড়িনি। জানতাম খালি হাতে ফিরবো না।
বিডি-প্রতিদিন/ ১০ জুন, ২০১৫/ রশিদা