বিলুপ্তির পথে গায়ক পাখি ইয়েলো ব্রেস্টেড বান্টিং। আশির দশক পর্যন্ত উত্তর ইউরোপ ও এশিয়ার আকাশে ঘুরে বেড়াতো এই পাখি। আকৃতিতে চড়ুইয়ের মতো, উজ্জ্বল হলুদ বুকের ইয়েলো ব্রেস্টেড বান্টিং গ্রীষ্মকালে ফিনল্যান্ড, উত্তর রাশিয়া, চীন ও জাপানে থাকতো আর শীতের আগে আগে উড়ে যেতো ভারত ও দক্ষিণ চীনে। কিন্তু মানুষের জিভের স্বাদ পূর্ণ করতে গিয়ে হারিয়ে যাচ্ছে এই পাখি। কেননা চীনে খাদ্য হিসেবে এই পাখির জনপ্রিয়তা তুঙ্গে।
গত কয়েক বছর ধরে দক্ষিণ চীনে ইয়েলো ব্রেস্টেড বান্টিং পাখিরা ডেলিকেসির লিস্টে। এই পাখি শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এমন তথ্য ছড়িয়ে পড়ার পর জাল পেতে ব্যাপক হারে চলছে শিকার। যার ফলে ভয়াবহ হারে কমে যাচ্ছে ইয়েলো ব্রেস্টেড বান্টিংদের সংখ্যা।
১৯৯৭ থেকে দক্ষিণ চীনে বান্টিং পাখির মতো গায়ক পাখি শিকার আইনত নিষিদ্ধ করা হয়। কিন্তু আইন করেও ঠেকানো যাচ্ছে না শিকার। গোপনে শিকার করা হচ্ছে ইয়েলো ব্রেস্টেড বান্টিং আর মানুষের রসনা বিলাসও চলছে একই সঙ্গে।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন, ২০১৫/ রশিদা