পৃথিবীর সবচেয়ে ছোটো পাখি হিসেবে পরিচিত হামিংবার্ড। পাখিটি সৌন্দর্যেরও প্রতীক। প্রবল বেগে ডানা ঝাঁপটে পাখিটি উড়ে বেড়ায় এক ডাল থেকে অন্য ডালে। কিন্তু ফুলের মধু খেতে ওস্তাদ এ পাখিটির আরেকটি গুণের কথা এতদিন অজানাই ছিলো প্রাণী বিজ্ঞানীদের। তা হলো, হামিংবার্ড নাকি মানুষের মতো করেই নাক ডাকে! সম্প্রতি পেরুর এক বিজ্ঞানী এ ব্যাপারটি আবিস্কার করেন। আরো মজার ব্যাপার হলো, মানুষের নাক ডাকা অন্যের জন্যে বিরক্তিকর হলেও হামিংবার্ডের বেলায় নাতি তেমনটি ঘটে না। বরং তা অন্যের জন্য মনোরঞ্জনের উৎস।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৫/শরীফ